আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

editor
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ণ
আজ লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক

Sharing is caring!


Manual7 Ad Code

সদরুল আইন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে।

Manual8 Ad Code

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার কেন্দ্রে থাকবে রাজনৈতিক সংকট ও নির্বাচন।

চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা।

Manual8 Ad Code

ঈদের একদিন আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এতে এখনও সম্মতি জানায়নি বিএনপি। ডিসেম্বরেই নির্বাচনের পক্ষে দলটির অবস্থান।

Manual1 Ad Code

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে ধারণা তাদের।

Manual2 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে যে-রকম একটি ভূমিকা আমরা দেখব, একই ভাবে সরকারের কাছ থেকেও আমি মনে করি দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে এই সংকটে গ্রহণযোগ্য সমাধানের দিকে তারা আসবেন।’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ‘ঐক্যে যদি চিড় ধরে তাহলে আমাদের শত্রুদেশরা এটার সুযোগ নেবে। সেটা তো সবারই মাথায় রাখা দরকার। এই যে বৈঠকটা হবে ওনাদের, এক বৈঠকেই সব সমাধান হয়ে যাবে তা তো না। এটাকে একটা শুরু বলা যেতে পারে।’

Manual1 Ad Code
Manual5 Ad Code