আজ সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ
লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন

Sharing is caring!

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া:

লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫। দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

অনুষ্ঠানটি শুরু হয় সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবালের স্বাগত বক্তব্যের মাধ্যমে। পুরো উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয়।

মেলার শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশী। তিনি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি শামীম আজাদ, যিনি বাংলা সাহিত্যকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

প্রতি বছরের মতো এ বছরও সম্মাননা প্রদান করা হয়।
• লেখক সম্মাননা পান খ্যাতিমান ছড়াকার দিলু নাসের।
• ঘরের গুণীজন সম্মাননা পান কবি আতাউর রহমান মিলাদ।
• কমিটির সেরা পারফরম্যান্স সম্মাননা অর্জন করেন আবৃত্তি শিল্পী স্মৃতি আজাদ ও কবি মোহাম্মদ মশাহিদ মিয়া।

মেলায় মোট ১২টি বইয়ের স্টল বসানো হয়, যেখানে প্রবাসী ও দেশি লেখকদের বই প্রদর্শিত হয়।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি শুভ্র দেব, এবং কানাডা থেকে আগত সাহিত্যিক আব্দুল হাসিব ও রোকসানা লেইছ।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়।