বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত বুধবারের মধ্যে চূড়ান্ত হবে এমন খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলেও তা বিসিবি উড়িয়ে দিয়েছে। বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আইসিসি ও বিসিবির বৈঠকে কোনো নির্দিষ্ট দিন বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।
Manual1 Ad Code
ক্রিকেটের জনপ্রিয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো রবিবার রাতে সংবাদ প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল, বুধবারের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না তা চূড়ান্ত হবে। সংবাদে উল্লেখ করা হয়েছিল, ঢাকায় শনিবারের বৈঠকে বিসিবিকে এই সময়সীমা দেয়া হয়েছে।
তবে বিসিবি পরিচালক আমজাদ হোসেন উল্টো দাবি করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আমাদের সঙ্গে বৈঠক করেন। আমরা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যু নিয়ে আমাদের অবস্থান জানাই, বিশেষ করে ভারত ভেন্যুতে খেলা সম্ভব নয় এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করি। এরপর তারা আইসিসিকে বিষয়গুলো জানাবেন এবং পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানাবেন। কোনো সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।’
ভারতে খেলা নিয়ে সিদ্ধান্ত জানানোর পর আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। প্রথম বৈঠক ভিডিও কনফারেন্সে গত বুধবার অনুষ্ঠিত হয়, এরপর শনিবার আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে সামনাসামনি আলোচনা করেন। অনলাইন সভায় আরও একজন আইসিসি প্রতিনিধি যোগ দেন।
Manual5 Ad Code
দুটি সভাতেই বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, ভারতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে। আইসিসিও জানান যে, সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না।
Manual5 Ad Code
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের গ্রুপ বদলের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ পরিবর্তনের প্রস্তাব বিসিবির পক্ষ থেকে ছিল এবং আইসিসি সেটিতে রাজি হয়নি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের কাছে আইসিসির স্বাধীন সিকিউরিটি এজেন্সি পাঠানো প্রতিবেদনে ভারতে ঝুঁকির মাত্রা ‘মাঝারি থেকে উঁচু’ উল্লেখ করা হয়েছে, তবে কোনো দলের জন্য সরাসরি বা সুনির্দিষ্ট হুমকি নেই। আইসিসি বারবার নিশ্চিত করেছে, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নেই।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে অপেক্ষা করছে আইসিসি। যদি বাংলাদেশ ভারতে না যায়, তবে বিকল্প দল হিসেবে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বেছে নেওয়া হবে।