Sharing is caring!

প্রবাসী প্রতিনিধি:
বৃটেনে বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরীকে নিয়ে ড. সৈয়দ মাসুম সম্পাদিত ‘কিছু স্মৃতি কিছু কথা: শেবুল চৌধুরী জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বৃটেনের মধ্যভূমি শিল্পনগরী বার্মিংহামস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ওয়েস্ট মিডল্যান্ডস তথা গ্রেটার বার্মিংহামে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি লর্ড ল্যাপ্টেনেন্ট অব ওয়েস্ট মিডল্যান্ডস মি. ডেরিক এন্ডারসন সিবিই এবং লর্ড মেয়র অব বার্মিংহাম মি. ক্বিথ উড।
বার্মিংহামের প্রবীণ সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী যুবরাজের সভাপতিত্বে ’কিছু স্মৃতি কিছু কথা গ্রন্থের সম্পাদক কবি ও গবেষক ড. সৈয়দ মাসুমের উদ্বোধনী স্বাগত বক্তব্যের মাধ্যমে মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত প্রথমআলো উত্তর আমেরিকা সংস্করনের সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন এবং বিশেষ আলোচক ছিলেন বৃটেনের স্বনামধন্য গবেষক বাংলা একাডেমি প্রবাসী পুরুস্কারপ্রাপ্ত লেখক ফারুক আহমেদ।
বিশেষ অথিতির আসন অলঙ্কৃত করেন ব্রিটেনে বাংলাভাষি অন্যতম প্রধান কবি নুরুজ্জামান মণি, নর্থ ইংল্যান্ডের প্রথম বাঙালি নারী ম্যাজিস্ট্যাট কবি ও কথা সাহিত্যিক আয়েশা আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি মজিবুল হক মণি, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি কবি ও কথা সাহিত্যিক সাঈম চৌধুরী, কবি ও গবেষক তাবেদার রসূল বকুল, সাংবাদিক ও কলামিষ্ট ফারুক আহমেদ যোশী, দি সোসাইটি অব বাঙালি রাইটার্স ইউকের সমন্বয়ক গবেষক এ কে এম জিল্লুল হক, ম্যানচেস্টার সাহিত্য কেন্দ্রের অন্যতম কর্ণধার কবি ও ছড়াকার লিয়াকত খান, স্বচিন্তার নির্বাহী সম্পাদক ব্যাংকার ও কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সোহেল আহমেদ প্রমুখ।
দুই পর্বের অনুষ্ঠানে মোড়ক উন্মোচন পর্বের যৌথ উপস্থানায় ছিলেন নারী নেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব রাশিয়া খাতুন ও কমিউনিটি এক্টিভিস্ট টিভি উপস্থাপক নোমান আল মনসুর। এবং আলোচনা পর্বে যৌথ উপস্থাপনা করেন কবি ও গবেষক ড. সৈয়দ মাসুম ও রাশিয়া খাতুন।
মোড়ক উন্মোচন পর্বের প্রথমেই শেবুল চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনান কবি আমিনা বেগম। মঞ্চে ‘কিছু স্মৃতি কিছু কথা‘ গ্রন্থের সম্পাদক মন্ডলীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সম্পাদকমন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন বাংলা কাগজ পত্রিকার সম্পাদক অধ্যাপক আজাদ আবুল কালাম। এরপর মঞ্চে শেবুল চৌধুরীর পরিবারের সদস্যরা উপবিষ্ট হন। পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেবুল চৌধুরীর ছোট ভাই বি অন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল মুয়ীন চৌধুরী সিমন।
পরিচিতি শেষে মঞ্চে অথিতিবৃন্দ উপবিষ্ট হলে দর্শকদের দাঁড়িয়ে মুহুর্মুহু করতালি আর শিল্পী ফিরোজ রব্বানীর নির্দেশনায় শিল্পী শেবুল মিয়া কর্তৃক বেক গ্রাউন্ড মিউজিক পরিবেশনের মাধ্যমে মোড়ক উন্মোচন কাজ সম্পন্ন হয়। এই পর্বে অথিতিদের হাতে মোড়ক বাঁধা বই তোলে দেন শেবুল কন্যা সাবরিনা চৌধুরী।
মোড়ক উন্মোচন শেষে শেবুল চৌধুরীর সহধর্মিনী আখতারুন নেছা চৌধুরী গুলশানের পরিচালনায় মোড়ক উন্মোচন কেক কাটা হয়। সর্বশেষে শেবুল চৌধুরীর অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
দ্বিতীয় পর্বের শুরুতেই ’কিছু স্মৃতি কিছু কথা’ গ্রন্থে যারা লিখেছেন তাঁরা মঞ্চে উপবিষ্ট হন। তাঁদের সবাইকে শেবুল চৌধুরীর পরিবারের পক্ষ থেকে ’কিছু স্মৃতি কিছু কথা’ গ্রন্থটি উপহার হিসাবে হাতে তোলে দেওয়া হয়। এরপর একে একে দর্শক, অথিতি, বিশেষ অথিতিবৃন্দ, প্রধান আলোচক, বিশেষ আলোচক, আলোচক বৃন্দ ও প্রধান অথিতিদ্বয় বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারেক চৌধুরী, চলচিত্র নির্মাতা মকবুল চৌধুরী, সিলেট এম সি কলেজের সাবেক অধ্যাপক আজিজুর রহমান তপাদার, বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান কবি অধ্যাপক সৈয়দ ইকবাল, নাট্যকার মুরাদ খান, অধ্যাপক শাকিরুল ইসলাম চৌধুরী শাহীন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এম বি ই, প্রাবন্ধিক আজাদ চৌধুরী এম বি ই, বিবিসি বাংলার সাবেক প্রধান বৃটেনের প্রথম বাঙালি নারী প্রেজেন্টার ফরিদা বেগ, বার্মিংহাম বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মালিক পারভেজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল খালেক, ডাক্তার যশ আহমদ, বি অন টিভি ইউকের ডাইরেক্টর রিয়াদ আহাদ, বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল ইসলাম, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডসের আহবায়ক শিরন চৌধুরী, কবি ও গীতিকার শেরুজ্জামান চৌধুরী, কবি মফিদুল গণি মাহতাব, কবি আজিজুল আম্বিয়া, কবি বেলাল বদরুল, অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকের উপদেষ্টা ম আ কাদির, গ্লোবাল পরিবেশবাদী আন্দোলন অমরাবতির ডাইরেক্টর খালেদা রওশন, শিক্ষিকা নাজনীন চৌধুরী, কবি খালেদা আক্তার রোজি, আখতারুন চৌধুরী গুলশান, কমিউনিটি এক্টিভিস্ট মিজান রেজা চৌধুরী প্রমুখ আলোচনায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে নৃত্য, গান ও পুঁথিপাঠ এবং কবিতা আবৃত্তিও পরিবেশিত হয়। সকলেই শেবুল চৌধুরীর জীবন ও কর্মের পাশাপাশি ‘কিছু স্মৃতি কিছু কথা’ গ্রন্থের মুদ্রণ, সম্পাদনা, লেখা ইত্যাদি নিয়ে ভূয়সী প্রশংসামূলক বক্তব্য প্রদান করেন। বৃটেনে কোন কমিউনিটি এক্টিভিস্টকে জীবিত অবস্থায় সম্মান প্রদর্শনের এটি একটি বিরল দৃষ্টান্ত বলে উপস্থিত অথিতিরা মন্তব্য করেন।
সদ্য বৃটেনের রাজা কর্তৃক কিং’স এয়াওয়ার্ড প্রাপ্ত সংগঠন অগ্রণী আর্ট এন্ড কালচারাল সোসাইটি ইউকে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃটেন এবং বৃটেনের বাহির থেকেও অনেকেই অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত চলে এবং সভাপতির বক্তব্য আর ভুরিভোজের মাধ্যমে সম্পন্ন হয়।