আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে রথযাত্রা

editor
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ০৩:০৮ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে রথযাত্রা

Oplus_16908288

Sharing is caring!

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের মত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এই শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রাটি স্বামীবাগ থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, কদম ফোয়ারা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়।
রথযাত্রা উপলক্ষে সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে আয়োজন শুরু হয়। বেলা দেড়টায় আলোচনা সভা শেষে বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী।
এবার দেশের ১২৮টি ইসকন মন্দির ও আশ্রমে রথযাত্রা উদযাপিত হচ্ছে। ৯ দিনব্যাপী চলবে এই উৎসব। আগামী ৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরতি উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন, অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, সাংস্কৃতিক পরিবেশনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠসহ থাকছে ধর্মীয় নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।
উৎসব উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রথযাত্রা ঘিরে মোতায়েন রয়েছে টহল দল, সিসিটিভি ক্যামেরা, রুফটপ দল, সাদা পোশাকের গোয়েন্দা, সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।
 ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকও নিরাপত্তায় সহায়তা করেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code