Sharing is caring!
আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি দেশটির নিম্ন ও উচ্চ—দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
অপ্রত্যাশিতভাবে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নিযুক্ত ৬৪ বছর বয়সী এই নারী আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সম্রাটের সাথে দেখা করার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।