আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Sharing is caring!

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

Manual5 Ad Code

রাষ্ট্রপতি ৫৫তম বিজয় দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সশস্ত্র বাহিনী বিভাগের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।

এর আগে, ভোরে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতিকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান।

Manual8 Ad Code

সেখানে আহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Manual3 Ad Code

চুয়ান্ন বছর আগে, এই দিনে ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নারীর সম্ভ্রম হানির বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করে।

প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস উদযাপন করে। এ দিনটি পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে পালিত হয়।

Manual3 Ad Code

সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন দিনটি উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

Manual1 Ad Code
Manual2 Ad Code