আজ সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রুশ রাষ্ট্রদূতের

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ-ভারত উত্তেজনা দ্রুত নিরসনের আহ্বান রুশ রাষ্ট্রদূতের

Sharing is caring!


Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজমান এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় রাষ্ট্রদূত স্পষ্ট করে জানান, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে রাশিয়া কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

Manual3 Ad Code

খোজিন বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।

নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে রুশ রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেশে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে রাশিয়া প্রত্যাশা করে।

Manual8 Ad Code

নির্বাচন পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খোজিন জানান, এ বিষয়ে রাশিয়া নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর জন্য তারা আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে।

Manual4 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual1 Ad Code
Manual3 Ad Code