আজ সোমবার, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট দিতে ৯ লাখ ৪০ হাজার ভোটারের নিবন্ধন

editor
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:২৩ অপরাহ্ণ
জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট দিতে ৯ লাখ ৪০ হাজার ভোটারের নিবন্ধন

Sharing is caring!

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এখন পর্যন্ত ৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

Manual6 Ad Code

প্রবাসী বাংলাদেশী ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

আজ সোমবার বেলা ১টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।

Manual8 Ad Code

নিবন্ধনকারীর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৭ হাজার ৪৮৮ জন ও নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬৯৪ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন, যা সর্বোচ্চ। এ ছাড়া, কাতারে ৬৩ হাজার ৭৩৯, মালয়েশিয়ায় ৫১ হাজার ১৭০, ওমানে ৪৭ হাজার ৬৭, সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ১৭৯ ও যুক্তরাষ্ট্রে ২৭ হাজার ৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।

দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার।

জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা ৭৮ হাজার ২৭৪ জন, ঢাকায় ৭১ হাজার ৪৬২, চট্টগ্রামে ৬৭ হাজার ৪৭৩, নোয়াখালীতে ৪৫ হাজার ৭৮ ও সিলেটে ৩২ হাজার ৪৮০ জন।

আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১৩ হাজার ৬২ জন নিবন্ধন করেছেন, চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ জন ও কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ।

Manual2 Ad Code

৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন: প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে।

Manual8 Ad Code

১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।বাসস

Manual1 Ad Code
Manual5 Ad Code