আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ৩, ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ণ
নাগরপুরে ডেইলি নিউজ বাংলা ২৪-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত

Sharing is caring!


Manual5 Ad Code
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
সত্য সংবাদে সপ্তম বছর—সাংবাদিকতার সম্মানে আমাদের পথচলা”—এই স্লোগানকে সামনে রেখে  জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ডেইলি নিউজ বাংলা ২৪-এর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
শুক্রবার (২ মে) বাদ জুম’আ নাগরপুর উপজেলার নিউ ধানসিড়ি হোটেল মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সভাপতির সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় এবং ডেইলি নিউজ বাংলা ২৪-এর প্রতিষ্ঠা লক্ষ্য ও সাংবাদিকতার ভূমিকাকে তুলে ধরা হয়। এরপর অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী সম্পাদক মোঃ সোলায়মান হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আখতারুজ্জামান বকুল।তিনি বলেন,ডেইলি নিউজ বাংলা ২৪ গত সাত বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা গোলাম, ডেইলি নিউজ বাংলা ২৪ এর  বার্তা সম্পাদক জাকারিয়া আল ফয়সাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল হক বাবু, চৌহালি প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান,নাগরপুর উপজেলা প্রেসক্লাব  সভাপতি জসিউর রহমান লোকন,নাগরপুর ক্যাবের সভাপতি সাংবাদিকআব্দুল্লাহ খিজির,নাগরপুর অনলাইন ফোরামের সভাপতি কাজী মোস্তফা রুমি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানে ডেইলি নিউজ বাংলা ২৪-এর উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য নাগরপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আমজাদ হোসেন রতন এবং সাংবাদিক ও চিকিৎসক ডা. এম এ মান্নান-কে সাংবাদিকতায় গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান করায় বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সকলে তাদের এই অর্জনের প্রশংসা ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং ভোজের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
যদিও এই আয়োজনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল না, তবুও সম্পূর্ণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত।
Manual1 Ad Code
Manual7 Ad Code