আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

তালাকের চার বছর পর সম্পত্তির লোভে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী প্রতিবাদে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত জুন ১৫, ২০২৫, ০৩:১৬ অপরাহ্ণ
তালাকের চার বছর পর সম্পত্তির লোভে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী প্রতিবাদে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

Sharing is caring!

Manual7 Ad Code

মাহমুদুন্নবী,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:

Manual3 Ad Code

নওগাঁর ধামইরহাটে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পর সন্তানদের অযুহাতে স্বামীর বাড়ি দখলে নেবার অভিযোগে সাবেক স্ত্রী মোছা: সুফিয়া বেগমর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাবেক স্বামী মো: ইউনুস আলী।

Manual4 Ad Code

আজ রোববার ( ১৫ জুন ) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করে মো: ইউনুস আলী। ইউনুস আলী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা।

Manual7 Ad Code

এসময় স্বামী ইউনুস আলী তার সাবেক স্ত্রী মো: সুফিয়া বেগমের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করে। তিনি বলেন, আমাদের পারিবারিক ভাবে বিবাহ হয়েছিল ২০১০ সালে। তার ( সাবেক স্ত্রী সুফিয়া বেগম ) এর পরকীয়ার জন্য আমাদের ২০২১ সালে ডির্ভোস হয়ে যায়। কিন্তু এরই মাঝে আমাদের ২ টি সন্তান হয়। সুফিয়া বেগমের সাথে ডির্ভোসের পর থেকে সন্তানদের ভবির্ষ্যতের কথা ভেবে আমি আর বিবাহ করিনি। অপরদিকে আমার সাবেক স্ত্রী সুফিয়া বেগম তার পরকীয়া প্রেমিকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ ৪ বছর পর ৬ আগষ্ট স্থানীয় প্রভাবশালী বখেটে ছেলেদের মাধ্যমে আমার বাড়িতে এসে ওঠে। আমি কারণ জানতে চাইলে সে বলে, আমি আমার সন্তানদের কারণে এই বাড়িতে এসেছি। এখন তুমি যা করার করতে পারো। পরবর্তীতে দেখি স্থানীয় বখেটে কিছু ছেলেদের মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশকিছু সম্পত্তি দখল করার পায়তারা করছে। শুধু তাই নয়, বিবাহ বিচ্ছেদের পূর্বে যখন সে পরকীয়ার আসক্ত ছিলো তখন আমার থেকে বিভিন্ন অনুহাতে কোটি টাকা হাতিয়ে নেয়। আমি গ্রামে বসবাস করি। আমার পরিবার, সমাজ আছে। আজ তারা সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে এবং বলতেছে বিবাহ ছাড়াই আমি একটা মেয়ে কে নিয়ে বাড়িতে বসবাস করছি। আমি সমাজের কোথাও মূখ দেখাতে পাচ্ছিনা। আমি আইনের কাছে সহযোগীতা চেয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

Manual1 Ad Code
Manual3 Ad Code