Sharing is caring!
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া এলাকা থেকে গৃহবধুর স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানাজায় ওই গৃহবধু উপজেলার আটঘরিয়া গ্রামের মোঃ আজাদ আলীর স্ত্রী ও একই গ্রামের মুনসাদ আলীর মেয়ে মনিষা খাতুন (১৮)। গত ৪ বছর আগে পরিবারের পছন্দে তাদের বিয়ে হয় । তবে বিয়ের সময় ওই গৃহবধু অপ্রাপ্ত বয়স্ক ছিলেন ।বর্তমানে তাদের ঘরে একটি আড়াই বছরের মেয়ে আছে।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই গৃহবধুর স্বামী আজাদ পলাতক রয়েছেন।
গৃহবধুর পিতা মোঃ মুনসাদ আলী অভিযোগ করে বলেন , বিয়ের সময় আমার মেয়ের বয়স কম ছিল । তখন ছেলের পরিবারকে ২ লক্ষ টাকা যৌতুক হিসেবে দিয়েছেন । কিন্তু দেড় মাস আগে মেয়ের বয়স হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে আবার ছেলের মামা ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে।
এদিকে ছেলের মামা মোঃ শহিদুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকা না জামাইকে একটি মটরসাইকেল দেওয়ার কথা ছিল । আর বর্তমানে টাকা চাওয়ার কথা মিথ্যে।
গৃহবধূর মা কান্নাজড়িত কন্ঠে বলেন , তার মেয়ে মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মেয়েকে আমার সাথে কথাও বলতে দেন না তারা । আমার বাড়িতেও যেতে দেয় না ।
ওই গৃহবধূর মামা সাদ্দাম হোসেন জানান, রাত আড়াইটার দিকে তার বোন কল করে জানান তার ভাগ্নি গলায় ফাস দিয়ে মারা গেছে। পরে ভোরে আমি এখানে এসে ৯৯৯ কল করে পুলিশকে জানাই। তিনি আরও বলেন, শুনেছি অই ছেলে কিছুদিন আগে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে। আর মাঝে মাঝেই আমার ভাগ্নিকে কল করে বাড়ি থেকে চলে যেতে বলে এবং সে এই বাড়িতে বউ হয়ে আসবে এমন কথা বলে।
এবিষয়ে ছেলের মা শরিফা বেগম জানান, গতকাল সন্ধ্যায় আমার ছেলে আর ছেলের বউ ঝগড়া করে বিষ খেয়ে মারা যাবো বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায় । তারপর আমি ছেলেকে খুজতে বের হয়। পরে রাত ১১ টার দিকে ঘরে গিয়ে দেখি আমার ছেলের বউ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। ছেলের দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার ছেলে দ্বিতীয় কোন বিয়ে করেন নি ।
এদিকে হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার দাবি করেছে, গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করা হতে পারে। তবে পুলিশ বলছে, অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।
বাঘা থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।