আজ শুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জেসমীন নূর প্রিয়াংকার জন্মদিন আজ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ণ

Manual1 Ad Code

টাইমস নিউজ 

প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকার জন্মদিন আজ।

Manual7 Ad Code

তিনি একসময়শিক্ষকতা করেছেন। তাকে সবাই মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও কবি হিসেবে চেনেন।

ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সন্তান প্রিয়াংকা ।

১৯৮১ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকা সামরিক হাসপাতালে (সি.এম.এইচ) জন্ম। তিন বোন ও এক ভাইয়ের মাঝে মেঝ।
শিক্ষা: এম এ (ইসলামের ইতিহাস) জাতীয় বিশ্ববিদ্যালয় এবং স্নাতকোত্তর (বিজনেস এন্ড ম্যানেজমেন্ট) ফার্স্ট ক্লাস ফার্স্ট- টি ডব্লিউ ইউনিভার্সিটি, ফ্লোরিডা, ইউ এস এ থেকে সম্পন্ন করেছেন। বাবা- একজন সেনা কর্মকর্তা ছিলেন বলে বাংলাদেশের প্রায় প্রতিটি বিভাগে লেখাপড়া করার সুযোগ হয়।
লেখালেখি: স্কুল জীবন থেকেই লেখালেখির শুরু। দীর্ঘ সময় বিরতির পর আবার লেখালেখিতে ফিরে আসা। প্রথম একক কাব্যগ্রন্থ ‘তোমার ছোঁয়ায় আকাশ’ ছোটদের জন্য আছে ‘মেঘপরী’ সহ অসংখ্য যৌথ বই। “মেঘপরী ” বই টি তিনবার ছাপা হয়েছে।এবার এই বইটি ভার্সনে নিয়ে যাবো। আমার “নারী” শির নামের একটি কবিতা দশ ভাষায় প্রকাশিত হয়েছে।
কর্মজীবন: কর্মজীবনে প্রায় ১৫ বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলাম । দুটি কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা।একটি ঢাকা অপরটি ব্রাহ্মণবাড়িয়া । বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও জাতীয় মহিলা ইউনিটের সাধারন সম্পাদক ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

নারীদের নিয়ে পথচলা সেজন্য নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন  “প্রজাপতি ফাউন্ডেশন”’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান। প্রজাপতির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক নারী ও পরিবারের খুব কাছে যাচ্ছি প্রতিনিয়ত। বধিরদের নিয়ে কাজ করছি।জড়িত আছি রাজনীতির সাথেও।সাংগঠনিক সম্পাদক,জাতীয় পার্টি।সহ সভাপতি,জাতীয় মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করেছি। গ্রেন্ড পেরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য।বি বাড়িয়া উত্তরা সমিতির সদস্য।বাঞ্ছারামপুর কল্যান সমিতির মহিলা বিষয়ক উপদেষ্টা।।বাড়ি ধারা লেডিস ক্লাব এর সদস্য। মাসিক ভিন্নমাত্রা ম্যাগাজিন এর নির্বাহী সম্পাদক, ভিন্নমাত্রা প্রকাশনী’র নির্বাহী পরিচালক ও ছোটদের কাগজ টাপুরটুপুর এর সহযোগি সম্পাদকের দায়িত্ব পালন করছি।এছাড়াও কবি সংসদ এর আন্তর্জাতি বিষয়ক সম্পাদক,পয়েট্টি এসোসিয়েশনের সদস্য। হাউফো এর সাংগঠনিক সম্পাদক।
গাংচিলের কেন্দ্রীয় সদস্য ও এশিয়ান সাহিত্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এবং নজরুল চর্চা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের আজীবন সদস্য ও কেন্দ্রীয় মহিলা ইউনিটের সাধারণ সম্পাদক, বিশ্ব বাংলা লেখক-শিল্পী পরিবার এর সহ সভাপতি ,জাগো নারী ফাউন্ডেশন এর উপদেষ্টা,প্রভাত ফেরী নির্বাহী সদস্য, ওয়াকার এসোসিয়েশনের নিবার্হী সদস্য ,জাতীয় হাওরবাসি এসোসিয়েশনের মহিলা সম্পাদকের দায়িত্বরত আছি।

Manual2 Ad Code

প্রাপ্তি:USAID ডেমোক্রেসি ইন্টারনেশনাল থেকে সিনিয়র লিডারস ফেলোশিপ প্রোগ্রাম সার্টিফিকেট ও ক্রেস্ট ।
 ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড- ২০১৯ (সেরা মানবাধিকার কর্মী)
 বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড ২০২০ (সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য)
 প্রিয়জন আন্তর্জাতিক সাহিত্য উৎসব ও গুণীজন সংবর্ধনা- ২০২০ (সেরা মানবাধিকার কর্মী)
 বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি অ্যাওয়ার্ড- ২০২০ (সেরা সাংগঠনিক কর্মী)
 বিপ্লবী জনতা স্টার অ্যাওয়ার্ড ২০২১ (রাজনীতি ও সমাজ সেবায়)
 বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি ২০২১ (সংগ্রামী ও সফল নারী)
 মা-প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ (বিশেষ অতিথি সম্মাননা স্মারক)
 বিজয়ের ৫০ বছরে সুবর্ণজয়ন্তী অ্যাওয়ার্ড-২০২২ (সংগ্রামী ও সফল নারী)
 মাদার তেরেসা সম্মাননা-২০২৪ (ভারত-বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ সোসাইটি)
 নজরুল স্মৃতি পদক-২০২৪ (নজরুল চর্চা ফাউন্ডেশন)
পরিবার: শশুর বাড়ি নেত্রকোণা।  স্বামী-সাব্বীর আহমেদ খান একজন সফল ব্যবসায়ী। দুই পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র সাজেম আহমেদ খান সোয়াদ ও কনিষ্ঠ পুত্র শলোক আহমেদ খান শীন।