আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকঋণে গড়া ব্যবসা পুড়ল রাতের অগ্নিকাণ্ডে, ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা 

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ণ
ব্যাংকঋণে গড়া ব্যবসা পুড়ল রাতের অগ্নিকাণ্ডে, ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা 

Sharing is caring!

Manual7 Ad Code
তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লালবাগ আবাসিক এলাকার প্রবেশমুখে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ব্যবসায়ীদের বছরের পর বছরের পরিশ্রম। প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে হবিগঞ্জ রোডের লালবাগ এলাকায় মিরভাত স্টোর ও একটি সেলুনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকান মালিক মো. বিপ্লব জানান, “রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। পরে রাত ১টার দিকে পাহারাদারের ফোন পেয়ে ছুটে এসে দেখেন, তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। অল্প সময়ের মধ্যেই দোকানের মালামালসহ সব কিছু পুড়ে যায়। পাশাপাশি, সেলুনের সব সরঞ্জাম ও আসবাবপত্রও সম্পূর্ণ ভস্মীভূত হয়।”
তিনি আরও বলেন, “দুইটি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাচ্ছিলাম। এখন কীভাবে সেই ঋণ শোধ করব, বুঝতে পারছি না।”
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। তদন্তের মাধ্যমে সঠিক কারণ জানা যাবে।”
এই ভয়াবহ অগ্নিকাণ্ড শুধু দুটি দোকানের ক্ষতি নয়, এটি দুই ব্যবসায়ীর স্বপ্ন ও ভবিষ্যতের ওপর এক গভীর আঘাত। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এখন প্রয়োজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য যথাযথ সহায়তা ও ক্ষয়ক্ষতির কারণ খুঁজে বের করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধের উদ্যোগ নেওয়া।
Manual1 Ad Code
Manual6 Ad Code