আজ মঙ্গলবার, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আমি মানুষ মাইরী

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ণ

Sharing is caring!

Manual8 Ad Code
আসাদুজ্জামান তালুকদার,
তুমি মাটিতে
ফুল ফোটাও,
আমি মানতে
রাজি বাবা তাও।
আমি পাথরে
ফুল ফুটাবো,
প্রথম পরশেই
আগুনে জ্বলবো।
পুড়ে গিয়ে
ছাই হয়ে ফিরে আসবো,
ছাইয়ের ওই এক ফোটা আগুনে
লঙ্কা পুড়াবোই পুড়াবো।
আমি ঝড়
আমি তুফান,
আমি গর্জেউঠা
ওই সূর্যাসমান।
আমি বইতে জানি
আমি সইতে পারি,
আমি মাটি
আমি মানুষ মাইরী।
Manual1 Ad Code
Manual4 Ad Code