আজ রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমি একটা নতুন বাংলাদেশ

editor
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
আমি একটা নতুন বাংলাদেশ

Sharing is caring!

আসাদুজ্জামান তালুকদার,
বিরক্তিকর এনালগের
দিন যখন শেষ
তখন আমি একটা
নতুন বাংলাদেশ।
ফ্রী বেসিকে বিশ্বকাঁপাই
ত্রিপল নাইনে শান্তিখুজি
ত্রিপলত্রিতে রাখি আস্থা
যদি চাও দিতে পারি ভালোবাসা একবস্থা।
পিএইচপিতে স্বপ্নবুঁণি
জাভায় খুঁজি সুখ
যদি চাও দিতে পারি
ভালোবাসা একবুক।
সিটিজেন আর নইতো আমি
এখন আমি নেটিজেন
একযুগ ধরেই ভাল্লাগেনারে
এনালগ ডিভাইসের ঘ্যান ঘ্যান।