আজ সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লীলাবতী

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
লীলাবতী

Sharing is caring!

Manual8 Ad Code

মোস্তফা মোহাম্মদ,

যতবার দেখি,
মনে হয় এর আগে দেখি নাই,
কখনো, কোনোদিন, কোনোখানে–
আমাদের পাড়াগাঁয়,
দুই চোখের ওপারে–সীমাহীন শূন্যতায়;

Manual8 Ad Code

লীলাবতী কী মায়ায়,
অসীমের খেলা খেলে যাও তুমি,
জানে স্রোত আর সান্ত্রী ,
বাকিটা তুমিহীনা নিঃস্ব যামিনী–
হেলায় ফেলায় আকাশ ভেঙে বৃষ্টি নামাও;

Manual3 Ad Code

আমার বুকের জমিন,
ডাকো যদি আসে–তুমি বাজাও বাঁশি,
আমিও আসি দিনের আলোর শেষ–
বাউরি বাতাস আর বাসন্তী কোকিল?

Manual1 Ad Code

 

Manual1 Ad Code
Manual4 Ad Code