আজ শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আমার প্রিয় শিক্ষক

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৪:২৫ অপরাহ্ণ
আমার প্রিয় শিক্ষক

Sharing is caring!

Manual1 Ad Code

মোস্তফা মোহাম্মদ:

 

Manual7 Ad Code

দানীউল হক স্যার………..
সত্য যে কঠিন, কঠিনেরে ভালো বাসিলাম: এক হাতে তাঁর কম্পিউটার কোর্স, আর হাতে ভাষাবিজ্ঞান।

Manual8 Ad Code

দুই বছর আগের এই দিনে অনন্ত-লোকযাত্রী হন আমার প্রিয়শিক্ষক অধ্যাপক মহাম্মদ দানীউল হক।

প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, প্রাথমিক যুগের কম্পিউটার বিশেষজ্ঞ, গল্পকার, প্রাবন্ধিক, স্থিরচিত্রগ্রাহক, ক্রীড়ামোদী, নিয়মনিষ্ঠ-হিতজ্ঞান সম্পন্ন ছাত্র গড়ার কারিগর এই মহান মানুষটি জীবদ্দশায় যেমন সুদর্শন ছিলেন, ওপারেও আল্লাহ তাঁর জন্য বেহেস্তের শ্রেষ্ঠ জায়গা করে দিন–আমিন।

Manual6 Ad Code

আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে ফেরার পথে সাথে করে নিয়ে এসেছিলেন কম্পিউটার বিষয়ক প্রাযুক্তিক জ্ঞান, ভবিষ্যতের স্বপ্ন ও সম্ভাবনার বীজমন্ত্র। দেশে ফিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক পর্যায়ে তিনি কম্পিউটার কোর্স চালু করতে গিয়ে প্রচলিত কোর্সের ধারক-বাহকদের দ্বারা মানসিকভাবে বিপর্যস্ত হলেও পর্যুদস্ত হননি–আজকের বাংলাদেশ তথা বিশ্বের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়।

Manual6 Ad Code

আপনিই টিকে আছেন দানীউল স্যার–ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইসব দিনগুলোর জন্য একটু করুণার দৃষ্টিতে তাকিয়ে দেখুন একবার।

 

Manual1 Ad Code
Manual6 Ad Code