Sharing is caring!
মোস্তফা মোহাম্মদ:
জল তুলতে গিয়ে,
আমি বারবার হোঁচট খেয়েছি,
তবুও বলি–
প্রিয়তমা নদী,
তোমার ঠোঁট উজাও,
বুকফাটা রোদ–তৃষ্ণা মেটাই টাপুরটুপুর,
এক কলসী জল তুলে নিই?
টইটুম্বুর জলের ঘুঙুর তুমি উড়ন্ত বালিহাঁস;
প্রতিকূল বাও,
যেতে পারি, তুমি যদি চাও,
বিরূপ ভাসান–যমুনার চর, তায় তরতর,
গুণদড়িটান–উজানি উজান,
পাহাড়-সাগর-নদী কৈলাস কি-বা বৃন্দাবন !
শতাব্দীর ইতিহাস,
তোমার চোখের তারায়,
সাগর-কন্যা তুমি করো টলমল–
যদিও আত্যন্তিক চেতনার পল-উপল,
ভাসাও বারোমাস মনের অতল,
আমাদের হারানো শৈশব-কৈশোর-যৌবন;
মেঘবতী পূর্ণিমায়,
কুমারী নদীর কাছে প্রার্থনা আমার,
হারায়ে গিয়াছে আলো,
লাগে যদি আরও ভালো,
দুই চোখের প্লাবন–আষাঢ় অথবা শ্রাবণ!
চলছে দারুণ খরা,
জ্বলেপুড়ে খাঁক,
থাক–ভরা থাক স্নিগ্ধ সুধায়,
আমাদের দেখা হোক গড়াই যে-বা আত্রাই?
অবারিত জ্যোৎস্নার ভিতর,
অথবা কোনোএকদিন কুমারী নদীর ধারায়!