আজ শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিষন্নতা ছেয়েছে আমায়

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code

রেশিয়া খান

Manual8 Ad Code

জীবনের সত্যের সন্ধান পাওয়া আজকাল অনেক কঠিন বাস্তবতা I মিথ্যা আশা মিথ্যা স্বপ্ন আঁকড়ে ধরে নিজেকে ভাসিয়ে নিয়ে বেঁচে থাকার নাম আমাদের জীবন I স্বাদহীন গন্ধহীন খাবার কারো কি আমাদের পছন্দ? তবু আমরা খেতে হয় ক্ষুধার জ্বালা মেটাতে I
মনটা সত্যিই অন্যরকম খারাপ লাগছে এই যে ব্রিটেনের নুতন আইন পাস হতে যাচ্ছে I স্বেচ্ছায় মৃত্যুর আইন ,বেশী দিন যারা অসুস্থতার কারণে অস্বস্তি বোধ করছেন নিজেকে নিয়ে তারা চাইলে মেডিসিন ব্যবহারে মৃত্যুর পথ বেছে নিতে পারেন I
এই নিঃশব্দ বেদনার খবর আমার বুকে ধক করে কিযে বিষন্নতা ছেয়েছে বুঝতে পারছি না I জন্ম ,মৃত্যু ,বিবাহ সারা জীবন জেনে এসেছি এই গুলি আল্লাহ নির্ধারিত করে রাখেন শত চেষ্টা করেও কিছুই পরিবর্তন হয় না I

Manual5 Ad Code

আর আজ মানুষ মানুষের নিজের ইচ্ছায় তার মৃত্যু ঠিক করতে পারবে I কি আজব যুগে আমরা পৌঁছেছি আমার ভাবতে অবাক লাগছে I
তবে অনেকেই এই আইন পাস না হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছেন আমি ও তাদের দলের একজন I
আমরা জীবন চলার পথে কত যুদ্ধের সম্মুখীন হয়ে সংসারের দুঃখ সুখের পথে হেঁটে জীবনকে আবিস্কার করি I অনেক সময় সফলতার আনন্দে গা ভাসাই কখনো হেরে গিয়ে অসম্পূর্ণতা জীবনকে বিষাক্ত করে দেয় I আর তখন কেউ কেউ নিজের ব্যর্থতা ভাবে নিজের জীবনকে শেষ করে দিতে চায় I
এই গুলোকে আত্মহত্যা বলি আমরা এই গুলি পাপ ও বলিতে পারি, কিন্তু যদি কেউ চাইলে নিজের মৃত্যু নির্ধারন করার বৈধতা থাকে তাহলে সমাজে কি হবে?
আমি আশা করি ব্রিটেনের পার্লামেন্টে এই আইনের পক্ষ জনগণের কাছে গ্রহন যোগ্য হবেনা এই আমার একান্ত চাওয়া I
আধুনিকতার নামে আমরা একটু বেশী মনে হয় আল্লাহর অলৌকিক যেসব জিনিস ওই দিকে হাত বাড়িয়ে দিতে যাচ্ছি I বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে সব কিছু সহজ কি? বিশেষ করে জন্ম মৃত্যুর ব্যাপার একেবারেই আলাদা I

 

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code