আজ রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ ইসলাম

editor
প্রকাশিত আগস্ট ২, ২০২৫, ০২:৩৩ অপরাহ্ণ
আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

Sharing is caring!

রাজনৈতিক প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে। সনদের ভিত্তিতেই সংসদ গঠিত হবে।
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না। অন্তর্বর্তী সরকারের সময়ই কার্যকর করতে হবে।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, সনদের খসড়া আমরা দিয়েছি। অন্তর্বর্তী সরকারও তাদের খসড়া তৈরি করছেন বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক।
তিনি বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা কাল রোববার ঘোষণা করা হবে।
নাহিদ ইসলাম বলেন, আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।