আজ রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের সমাবেশ : ঢাকার রাজপথে হাজারও নেতা কর্মি

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ণ
ছাত্রদলের সমাবেশ : ঢাকার রাজপথে হাজারও নেতা কর্মি

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা।
 রোববার (৩ আগস্ট) সকাল থেকেই ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় আসতে শুরু করেন।
মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও নেতাকর্মীতে ভরে গেছে সমাবেশস্থল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
শাহবাগ জাতীয়তাবাদী ছাত্রদলের জনসমুদ্রে পরিণত হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো।
এদিকে নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশার নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী সকাল ৭টায় শাহবাগে পৌঁছান।
 আগের রাতেই তারা বাসে রওয়ানা হয়েছিলেন। শাহবাগে পৌঁছেই সকালের নাশতা সেরে প্রস্তুতি নেন সমাবেশে অংশগ্রহণের।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবো।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও বড় বহর নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। সাবেক আহ্বায়ক ফোজায়েল চৌধুরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান জানি মেজবাহর নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী সকালেই শাহবাগে আসেন।
রাফসান জানি মেজবাহ বলেন, আমরা ভোরেই চলে এসেছি শাহবাগে। এখন নেতাকর্মীদের নাশতার বিরতি চলছে। আমাদের সবাই শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে এবং কোনো স্বৈরাচারী শক্তি পরিস্থিতি ঘোলাটে করতে না পারে।
ছাত্রদলের নেতাদের দাবি, এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরতেই আজকের এই আয়োজন।
এছাড়াও সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়।