আজ রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখর শাহবাগ

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ণ
ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখর শাহবাগ

Oplus_16908288

Sharing is caring!

সদরুল আইনঃ
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশ শুরু হওয়ার আগেই নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
 সকাল থেকে সমাবেশস্থলে জড়ো হওয়া নেতাকর্মীদের চাঙা রাখতে ছাত্রদলের নেতারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন।
প্রত্যন্ত জেলা থেকে আগত নেতাকর্মীরা রাজধানীর গরম আর দীর্ঘ যাত্রার ক্লান্তি ভুলে স্লোগানে নিজেদের উজ্জীবিত রাখছেন। স্বৈরাচার নিপাত যাক, খালেদা জিয়া ভয় নাই, জিয়ার সৈনিক এক হও এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত বলেন, সকালেই আমরা সমাবেশস্থলে পৌঁছেছি। নাস্তা শেষে নেতাকর্মীদের চাঙা রাখতে বারবার স্লোগান দিচ্ছি।
 আমাদের কর্মীরা দলকে ভালোবেসে, ত্যাগ স্বীকার করে আজ এখানে এসেছে। তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠের মানুষ।
দিনাজপুর জেলা ছাত্রদলের নেতা রানা ইসলাম বলেন, আমরা অনেক দূর থেকে এসেছি। সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছি। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।
লক্ষ্মীপুর উপজেলা ছাত্রদলের নেতা নিশাতও নেতাকর্মীদের নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আসা কর্মীরাও সক্রিয়ভাবে স্লোগানে অংশ নিচ্ছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এটি শুধুই একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচার বিরোধী লড়াইয়ে ছাত্রসমাজের দৃপ্ত পদচারণার প্রতীক। স্লোগান ও একাত্মতার এই চিত্র সেই বার্তাই দিচ্ছে।