আজ রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন সামরিক ও দলীয় পোশাকে আবৃত: নাসীরুদ্দীন পাটওয়ারী

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
নির্বাচন কমিশন সামরিক ও দলীয় পোশাকে আবৃত: নাসীরুদ্দীন পাটওয়ারী

Oplus_16908288

Sharing is caring!

প্রধান প্রতিবেদকঃ
বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলছেন, নির্বাচন কমিশন সামরিক পোশাক আর দলীয় পোশাকে আবৃত।
রোববার (৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে শেষ এই মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, ‘আমরা কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। কিন্তু গণতান্ত্রিক ভোট দেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে নির্বাচন কমিশন। তারা নিরপেক্ষতা হারাচ্ছে। যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, এটা একটা মেরুদণ্ডহীন কমিশন।’
মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনকে এনসিপি উন্মোচন করবে বলেও হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, ‘ইসির বেশিরভাগ অংশ সামরিক পোশাক পরে আছে। বাকিটুকু দলীয় দলীয় পোশাকে আবৃত।’
ইসির বেঁধে দেয়া সময় গত ২২ জুনের মধ্যে ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে সব দলের কাছে চিঠি দেয় ইসি। এর মধ্যে এনসিপির নিবন্ধন আবেদনের প্রাথমিক যাচাই শেষে ছয়টি বিষয়ে তথ্য ঘাটতি পায় ইসি।
এরই অংশ হিসেবে রোববার দুপুরে ঘাটতি থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যায় এনসিপির একটি প্রতিনিধি দল।
পরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে দলটি। এছাড়া দুপুর পর্যন্ত আরও ১৫টি দল ইসিতে এসে নিবন্ধনের জন্য ঘাটতি কাগজপত্র জমা দেয়।