আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি: হাফিজ উদ্দিন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি: হাফিজ উদ্দিন

Oplus_16908288

Sharing is caring!

Manual2 Ad Code
সদরুল আইনঃ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা।
যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি- এমন তথ্যও জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা।
বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল।
এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।
জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে এয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান মেজর হাফিজ।
জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।’
এদিকে এনসিপি ও গণঅধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভকামনা জানিয়ে বিএনপি এ নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই।
Manual1 Ad Code
Manual8 Ad Code