আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

Oplus_16908288

Sharing is caring!

Manual2 Ad Code

রেডটাইমস ডেস্ক:

শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে জামালপুর সদর থানার পুলিশ তার নিজ বাসায় পাঠিয়ে দিয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।

এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।

Manual5 Ad Code

জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

Manual1 Ad Code

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code