আজ শুক্রবার, ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস ২০২৫ ইং উদযাপন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিশ্ব হার্ট দিবস ২০২৫ ইং উদযাপন

Sharing is caring!

Manual3 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual5 Ad Code

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। বিশ্ব হার্ট দিবসের মূল উদ্দেশ্য হলো— হৃদরোগের ক্রমবর্ধমান ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে একটি সুস্থ হৃদয়ের অধিকারী হতে উদ্বুদ্ধ করা।

Manual7 Ad Code

সোমবার (২৯ সেপ্টেম্বর) ২০২৫ ইং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীটি সোমবার সকালে মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

Manual2 Ad Code

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক ডাডলি ডেরিক প্রেন্টিস বলেন, সুস্থ হৃদয়ই সুস্থ জীবনের ভিত্তি। অথচ এই রোগ প্রতিরোধযোগ্য হয়েও প্রাণঘাতী হয়ে উঠছে।প্রায় ৮০ শতাংশ হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব-নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাদ্য, ঘুম এবং মানসিক প্রশান্তির মাধ্যমে।প্রতিটি হৃদস্পন্দন জীবনের জন্য অপরিহার্য্য। নিজের প্রতি যত্ন নিন, নিজের মানসিক শান্তি ও সুস্থতাকে গুরুত্ব দিন।আসুন, আমরা সবাই সচেতন হই, হৃদয়ের যত্ন নিই এবং স্বাস্থ্যকর জীবনযাপন করি ।


তিনি আরও বলেন, হার্ট আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অঙ্গটি আমাদের বুকের মাঝখানে থাকে তার দুইদিকে ফুসফুস থাকে। হার্ট আমাদের জীবন রক্ষাকারী অঙ্গ এবং এটা আমাদের দেহের পরম বন্ধু কিন্তু স্পর্শকাতর অঙ্গ। হার্ট আমাদের রক্ষা করে, কিন্তু হার্ট যদি অসুস্থ হয়ে যায় তাহলে অন্য রোগের মতো চিকিৎসা পাওয়ার অতটা সময় পাওয়া যায় না। এর জন্য হার্টের প্রতি যত্নশীল হতে হবে। হার্টকে গুরুত্ব দিতে হবে।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code
Manual5 Ad Code