তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
লাউয়াছড়া জাতীয় উদ্যানে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় প্রাণ হারালেন কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য মো. সিরাজ মিয়া (৬৫)। বুধবার (২২ অক্টোবর) ভোরে জানকিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা এবং সিএমসি অফিস বয় বাবুল মিয়ার পিতা। দীর্ঘদিন ধরে তিনি ডলুছড়া সিপিজি টহল দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও বন বিভাগ সূত্র জানায়, ডিউটি শেষে ভোরে তিনি পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বন বিভাগ ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
লাউয়াছড়া সহব্যবস্থাপনা নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা বলেন,
“দুঃখজনক এ ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পাশে থাকব।”
লাউয়াছড়ার ইকো গাইড সাজু মারছিয়াং বলেন, “সিরাজ চাচা ছিলেন সদা হাস্যোজ্জ্বল, পরিশ্রমী ও দারুণ মনের মানুষ। বন রক্ষায় তিনি সবসময় আন্তরিক ছিলেন।”
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘পরিবার অভিযোগ না করায় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
গ্রামীণ দরিদ্র এক পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন সিরাজ মিয়া। সহকর্মী ও স্থানীয়দের ভালোবাসায় তিনি ছিলেন সকলের প্রিয় মুখ। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোক। পরিশ্রমী সেই মানুষটির হাসিমুখ আজ স্মৃতির পাতায় বন্দী।