আজ শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

Sharing is caring!


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-এ ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মেলার উদ্বোধন পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে রাজধানীর বাইরে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে নির্মিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন শুরু হয়। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো এই আন্তর্জাতিক মেলা বসছে। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হবে।

সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সুবিধায় কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস বাণিজ্য মেলার উদ্দেশ্যে চলাচল করবে।

Manual5 Ad Code

ইপিবির মেলা ও প্রদর্শনী বিভাগের পরিচালক (উপসচিব) ওয়ারিশ হোসাইন জানান, রাষ্ট্রীয় শোকের কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার সকালে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। তবে প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও জানান, এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে পরিবেশবান্ধব শপিং ব্যাগ হ্রাসকৃত মূল্যে সরবরাহ করা হবে।

মেলার লে-আউট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।

 

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code