আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দল সভাপতির হেনস্তার শিকার সাবেক ছাত্রদল নেতা

editor
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দল সভাপতির হেনস্তার শিকার সাবেক ছাত্রদল নেতা

Sharing is caring!

Manual8 Ad Code
যুক্তরাজ্যে থেকে,
এক ছাত্রলীগ নেতাকে প্রশ্রয় দেয়ার প্রতিবাদ করায় চরম হেনস্তার শিকার হয়েছেন যুক্তরাজ্যে বসবাস করা সাবেক এক ছাত্রদল নেতা। খোদ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমেদ নাসিরের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।
হেনস্তার শিকার ওই ছাত্রদল নেতার নাম রুবেল আহমেদ। তিনি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং যুক্তরাজ্যে ‘ফরমার ছাত্রদল’ নামে একটি সংগঠনের সভাপতি।
জানা গেছে, সম্প্রতি রুবেল আহমেদ তার ফেসবুক আইডি থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমেদের বিরুদ্ধে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় পশ্রয় ও পুনর্বাসনের অভিযোগ তুলেন। তাতে দেখা যায়, এক ছাত্রলীগ নেতা শাহিন আহমেদের ব‍্যানার নিয়ে মিছিল করছেন। যা নিয়ে লন্ডন এবং মৌলভীবাজার জেলায় তোলপাড় সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শাহীন আহমেদ।
এ নিয়ে গত ২৪ ডিসেম্বর রাতে লন্ডনের ওয়াইটচ‍্যাপল থেকে এটি গ্রুপ যুক্তরাজ‍্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহিন আহমেদ নাসিরের একটি গ্রুপ কিংস্টনে গিয়ে রুবেল আহমেদের বাসায় হামলা চালাতে উদ্যত হন। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে রুবেল কিংস্টন পুলিশকে অভিযোগ করলে শাহিন দলবল নিয়ে পালিয়ে যান। এ বিষয়ে রুবেল যুক্তরাজ্যের কিংসটন পুলিশ স্টেশনে একটি সাধারণ ডায়েরি করেন।
যুক্তরাজ্য বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে লন্ডনের অভিজাত এলাকা কিংস্টন খুবই গুরুত্বপূর্ণ। এই এলাকায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসবাস করেন। কিংস্টনের এমন ঘটনায় যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের মধ্যে তোলপাড় শুরু হয়েছে।
এ বিষয়ে রুবেল আহমেদ বলেন, আমি সত্য কথা বলেছি সে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রশ্রয় দিচ্ছে, তার এমন কিছু ছবি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এটা তো দোষের কিছু করিনি এজন্য তার হুমকি ধামকি, হামলা চলমান। আসা করি ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিষয়টি দেখবেন। আমরা সুন্দর ও সুসংগঠিত একটা রাজনৈতিক দল চাই। আওয়ামী লীগ নেতাকর্মী দিয়ে দল ভারী করে দলের মান ক্ষুন্ন হোক সেটা অন্তত আমি চাই না।
Manual1 Ad Code
Manual4 Ad Code