আজ শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

editor
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

Sharing is caring!

টাইমস নিউজ 

তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শুক্রবার (১০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জুডিশিয়াল কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল। পরে নিয়ম অনুসারে এ বিষয়ে গত সপ্তাহে রাষ্ট্রপতি বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন তিনি (রাষ্ট্রপতি) মাসুদা ভাট্টির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিজের অবস্থান সম্পর্কে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় কাউন্সিল থেকে রাষ্ট্রপতির বরাবর প্রতিবেদন দাখিল করা হলো।