আজ শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:২৬ অপরাহ্ণ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন

Sharing is caring!

টাইমস নিউজ 

জনপ্রিয় রাজনীতিবিদ আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তাঁর  কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে এক দল বিক্ষুব্ধ ছাত্র-জনতা খরমপট্টি এলাকায় আবদুল হামিদের বাসভবনে যায়। সেখানে হামলা, ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেন তারা।

এর আগে স্কাভেটর দিয়ে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের লণ্ডভণ্ড অফিসটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।

আর বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে টয়লেট ঘোষণা করেন তারা ।