আজ বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে ৮২ জন আটক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ণ
অপারেশন ডেভিল হান্ট : গাজীপুরে ৮২ জন আটক

Sharing is caring!


Manual4 Ad Code

টাইমস নিউজ 

সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় গাজীপুরেও পরিচালিত হয়েছে অভিযান। জেলার পাঁচ থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। আর মহানগরীর আট থানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে ৪২ জনকে।

Manual7 Ad Code

আটক সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

Manual3 Ad Code

রোববার সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চলমান রয়েছে।’

তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (রোববার সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

এদিকে মহানগরীতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহানগরীর আট থানায় মোট ৪২জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পূবাইল ও কোনাবাড়ি থানায় দুজন করে, বাসন ও টঙ্গী পূর্ব থানায় ৭ জন করে, মেট্রো সদর থানায় ১৬ জন, গাছা থানায় পাঁচজন ও কাশিমপুর থানা এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশন মো. জাহিদুল হাসান বলেন, ‘অভিযান চলমান রয়েছে।’

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code