আজ সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

থানার সামনে টিকটক করায় গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেত্রী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ণ
থানার সামনে টিকটক করায় গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেত্রী

Sharing is caring!


Manual7 Ad Code

টাইমস নিউজ 

Manual1 Ad Code

 

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।

Manual3 Ad Code

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি।

জানা গেছে, সোমবার থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে প্রকাশ করেন। মূহুর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। থানার সামনে নাচের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানান।

Manual6 Ad Code

এ বিষয়ে গ্রেফতারের আগে কথা হয় শিউলীর সঙ্গে। তিনি বলেন, ‘টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। তবে, এখন বুঝতে পারছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।’

 

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code