আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য : বেগুন, শসা, লেবুর দাম কমছেই না

editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
দ্রব্যমূল্য : বেগুন, শসা, লেবুর দাম কমছেই না

Sharing is caring!


Manual4 Ad Code

টাইমস নিউজ 

Manual4 Ad Code

রমজানের মাসের মাঝামাঝিতে এসে সবজির দাম ওঠানামা করছে। তবে দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। কাঁচা মরিচ, পটোল, সজনে ডাঁটাসহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। আলু, পেঁয়াজের বাজার রয়েছে স্থিতিশীল।

তবে শসা, লেবুর দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

আজ বাজারে প্রতি কেজি টক টমেটো ২০-৩০ টাকা, দেশি গাজর ৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৯০-১০০ টাকা, শসা ৫০-৮০ টাকা, করলা ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, মুলা ৫০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, সজনে ১৬০-১৮০ টাকা, পটোল ৯০-১০০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁয়াজকলি ৪০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০-৭০ টাকা, ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৪০-৫০ টাকা, ফুলকপি ৩০-৪০ টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা করে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, হালি লেবু ৭০-৮০ টাকা করে বিক্রি হচ্ছে।

কক মুরগির দাম কমেছে

গত সপ্তাহের তুলনা আজ প্রতি কেজিতে টক টমেটোর দাম ১০ টাকা, সজনে ডাঁটার দাম ২০-৪০ টাকা, পটোলের দাম ১০-২০ টাকা, মিষ্টি কুমড়ার দাম ১০ টাকা, কাঁচা মরিচের দাম ১০-২০ টাকা এবং ধনেপাতার দাম ২০ টাকা কমেছে। আর প্রতি পিস বাঁধাকপির দাম কমেছে ৫-১০ টাকা। এছাড়া প্রতি কেজি কালো গোল বেগুনের দাম ১০-২০ টাকা, বরবটির দাম ২০ টাকা বেড়েছে। আর প্রতি হালিতে লেবুর দাম বেড়েছে ১০ টাকা করে। এছাড়া অন্যান্য সবজির দাম রয়েছে অপরিবর্তিত।

বাজারে আসা হামিদুর রহমান বলেন, ‘সত্যি কথা বলতে, বাজারে তেমন কোনও পরিবর্তন আসেনি। দাম যেমন কমার কথা তেমন কমেনি। বিশেষ করে বেগুন, শসা, লেবুর দাম কমছেই না।’

ক্রেতা রুবেল বলেন, ‘কিছু সবজির দাম মোটামুটি কম। আবার অনেক সবজির দাম বেশি। লেবুর দাম তো আরও বেড়েছে।’

এদিকে সবজি বিক্রেতারা বলছেন, সিজন শেষের বাজার এ রকমই থাকবে। এই কম তো এই বেশি।’

মুদি পণ্যের দাম অপরিবর্তিত

স্থিতিশীল আলু-পেঁয়াজের বাজার

আজ মান ও আকার ভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ ৩৫ টাকা এবং বড় পেঁয়াজ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আজ প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, নতুন লাল আলু ২৫ টাকায়। নতুন বগুড়ার আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আজ নতুন দেশি রসুন ৮০-১০০ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ২০০-২২০ টাকা, নতুন ভারতীয় আদা বিক্রি হচ্ছে ১২০ দরে।

এ ক্ষেত্রে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় আজ প্রতি কেজিতে ছোট আকারের পেঁয়াজের দাম কমেছে পাঁচ টাকা। এছাড়া অন্যান্য পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত।

কক মুরগির দাম বেড়েছে, কমেছে ডিমের

Manual3 Ad Code

আজ বাজারে কক মুরগির দাম বেড়েছে। কমেছে দেশি মুরগি ও ডিমের দাম। তবে গরু, খাসিসহ অন্যান্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।

Manual5 Ad Code

আজ বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। এছাড়া আজ ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৮৫-২০০ টাকা, কক মুরগি ২৫৫-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৮০-২৮৫ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১০-১১৫ টাকা, সাদা ডিম বিক্রি হচ্ছে ১০৫-১১০ টাকা।

এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে কক মুরগির দাম ১০ টাকা কমেছে। দেশি মুরগির দাম কমেছে কেজিতে ৫০ টাকা। প্রতি ডজনে ফার্মের মুরগির লাল ও সাদা ডিমের দাম কমেছে পাঁচ টাকা করে।

মাছের দামে সুখবর নেই

আজ বাজারে আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ ১ হাজার ১০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রুই মাছ ৩৫০-৬৫০ টাকা, কাতল মাছ ৪০০-৬০০ টাকা, কালিবাউশ ৩৫০-৭০০ টাকা, চিংড়ি মাছ ৮০০-১ হাজার ২০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, কৈ মাছ (চাষের) ২৮০ টাকা, পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, শিং মাছ ৪০০-১ হাজার ২০০ টাকা, টেংরা মাছ ৬০০-৭০০ টাকা, বোয়াল মাছ ৮০০-১ হাজার টাকা, শোল মাছ ৭৫০-৯০০ টাকা, মেনি মাছ ৭০০ টাকা, চিতল মাছ ৬০০-১ হাজার টাকা, সরপুঁটি মাছ ২৫০-৫০০ টাকা, রূপচাঁদা ৮০০-১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদি পণ্যের দাম অপরিবর্তিত

আজ মুদি পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। তবে সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। এখনও ক্রেতাদের তেল কিনতে ভোগান্তিতে পড়তে হচ্ছে, একইসঙ্গে কোম্পানির থেকে তেল কিনতে বিক্রেতারাও ভোগান্তিতে পড়ছেন।

আজ বাজারে প্রতি কেজি বুটের বেসন ১৪০ টাকা, ছোট মসুর ডাল ১৩৫ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারি ১১০ টাকা, বুটের ডাল ১২০ টাকা, মাষকলাই ডাল ১৯০ টাকা, ডাবলি ৬০ টাকা, ছোলা ১০৫ টাকা, প্যাকেট পোলাও চাল ১৫০ টাকা, খোলা পোলাও চাল মান ভেদে ১১০-১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা, খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা, প্যাকেটজাত চিনি ১২০ টাকা, খোলা চিনি ১২০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০ টাকা, আটা দুই কেজির প্যাকেট ১১৫ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ছোলার দাম কমেছে ১৫ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম কমেছে পাঁচ টাকা। আর অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code