আজ বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আপনি ঘুমাইতেছেন , নির্বাহী প্রকৌশলীকে ফোনে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ণ
আপনি ঘুমাইতেছেন , নির্বাহী প্রকৌশলীকে ফোনে বলেন  স্বরাষ্ট্র উপদেষ্টা

Sharing is caring!

Manual1 Ad Code

টাইমস নিউজ 

সুনামগঞ্জ হাওড়ে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাধারণ কৃষকদের বক্তব্য শোনেন। এ সময় কৃষকদের অভিযোগ শুনে সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে অনুষ্ঠানস্থলে না পেয়ে নিজ মোবাইল থেকে ফোন দিয়ে কথা বলেন।

Manual4 Ad Code

ফোনে উপদেষ্টা বলেন, আপনি ঘুমাইতেছেন। আপনি জানেন না, আমরা আসব? আপনি খোঁজও রাখেন নাই? আচ্ছা আপনার রাবার ড্যাম মেরামত করতে কদিন লাগব? শুনেন, না হয় আপনাকেই কিন্তু রিপিয়ার কইরা দিব। বুঝতে পারছেন? আপনাকেই কিন্তু রিপিয়ার কইরা দিমু!

Manual1 Ad Code

স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৌশলীকে আরও বলেন, পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন, শুধু কাম করবেন না। আপনার নাম ও নাম্বার সব দেন। রাবার ড্যামের কাজ আপনি ৭ দিনের মধ্যে শেষ করবেন।

এ সময় উপদেষ্টা ওই প্রকৌশলীকে দ্রুত ঘটনাস্থলে আসার নির্দেশ দেন।

এদিকে উপদেষ্টার এই ফোনালাপ সাংবাদিকসহ অনেকেই রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওড়ে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেছেন, দেশে খাদ্য সংকট নেই। আল্লাহ উৎপাদন ভালো দিয়েছেন। খাদ্য যথেষ্ট পরিমাণ মজুত আছে। এবার ধানের ফলন ভালো হয়েছে। ধানের ক্রয় মূল্য ৩৬ টাকা। চাল ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গম ৩৬ টাকা।

তিনি বলেন, হাওড়ে বাঁধে সমস্যা থাকলে, বাঁধ নিয়ে ঝামেলা হলে সংশ্লিষ্টদের জবাব দিতে হবে। মধ্যস্বত্বভোগীরা যাতে কম দামে ধান কিনে নিয়ে যেতে না পারে সেজন্য সরকার একটা রেট ধরে দিয়েছে। এবার সেই রেট অনুযায়ী অন্য বছরের চেয়ে অনেক আগেই সরকারিভাবে ধান ক্রয় করা হবে। কাটার যন্ত্র হারভেস্টার মেশিন দিয়ে ধান কর্তনে সহনীয়মাত্রায় ফি নেওয়ার জন্যও মেশিনম্যানদের নির্দেশ দেন।

Manual6 Ad Code

বাজারের নিত্যপণ্যের দাম নিয়ে তিনি বলেন, দেশে উৎপাদন হচ্ছে। এসব কৃষকের বদলৌতে আমরা পাচ্ছি। কৃষকরা জমিতে উৎপাদন করে বলেই বাজারের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দেশের ৪০% কৃষক সবচেয়ে বেশি বঞ্চিত। এবার আলুর ফলন ভালো হয়েছে। কৃষক দাম পাচ্ছে না। এজন্য ধানের ন্যায্য দাম নির্ধারণ করেছি। কৃষক যাতে বঞ্চিত না হয়। কৃষক যদি একবার বঞ্চিত হয় তাহলে তিনি ফলনে এগিয়ে আসবেন না। তাই কৃষকের প্রতি বেশি খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগমঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, সুনামগঞ্জ সদর থানার ওসি আবুল কালাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code
Manual3 Ad Code