আজ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সৌমিত্র দেব এর সাম্প্রতিক কবিতা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code

উৎসর্গ : মুক্তিযুদ্ধের অনন্য শিল্পী লুবনা মারিয়াম

Manual3 Ad Code

রণক্ষেত্রে অভিমন্যু

Manual6 Ad Code

রণক্ষেত্রে অভিমন্যু প্রতিপক্ষ রাবার বুলেট
গাঢ় নীল অমাবস্যা চক্রব্যুহ রচনা করেছে ।

আকাশে শিশির জল
লাল রক্ত
ঘাসের শরীরে ,

উদ্ধত বীরের মাথা মাটিতে লুটায় ধীরে ধীরে ।

বিদেশি শাসক  নেই
দেশের মাটিতে

এভাবে কারোর মৃত্যু কামনা করি না ।

Manual8 Ad Code

 

১৯ জুলাই ২০২৪

 

বৃষ্টি পড়ছে

বৃষ্টি পড়ছে
মুছে যাবে রক্তের দাগ
বৃষ্টি পড়ছে
ধুয়ে যাবে সবটুকু রাগ

বৃষ্টি শেষ হলে
ভেজা থাকে কিছু কিছু ঘাস
বৃষ্টি শেষ হলে
নীল হয়ে যায় ইতিহাস।

দশটি টগর পাঁচটি গোলাপ

দশটি টগর পাঁচটি গোলাপ
ফুল বাগানে

কি চাইছে , কেন চাইছে ,কাকে চাইছে
কেউ তা জানে না কেউ তা জানে না
কেউ তো জানে না ।

 

দশটি টগর পাঁচটি গোলাপ

ফুল বাগানে

এক সাথে ছিল সবার সঙ্গে
সবাই তো আছে
শুধু তারা নেই , কোন সে কারণে ?

শহরের লোক

শুনশান রাত
গুলশান থেকে বাড্ডা
হাতির ঝিলের
পাশে বসেছিল আড্ডা ।

এমন সময়
গুলির শব্দ
নিরবতা ভাঙে ভয় ,
কে করেছে গুলি
কার ওপরে গুলি
মনে জাগে সংশয় ।

রামপুরা মোড়ে
বিটিভি ভবনে
আগুন দিয়েছে কারা ,
ধ্বংসযজ্ঞে
পুড়ছে দালান
মানুষেরা দিশেহারা ।

Manual5 Ad Code

আড্ডা দিচ্ছে
শহরের লোক,

বন্ধ রেখেছে
শুধু দুটি চোখ ।

 

সৌমিত্র দেব ; নব্বই দশকের অন্যতম কবি 

 

Manual1 Ad Code
Manual7 Ad Code