Sharing is caring!

মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয় নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন বেলপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (০৬ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রছাত্রীদের মাঝে বাল্যবিবাহ, মাদক, সুদ, জুয়া, মোবাইল ফোনে আসক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন, ধর্মীয়মূল্যবোধ ও আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামুলক দিক নির্দেশনা দেন।
এবিষয়ে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, বেলপুকুর থানাধীন জামিরা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্যবিবাহ, মাদক, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুফল কুফল, অনলাইনে আসক্তি, ধর্মীয় মুল্যবোধসহ বিভিন্ন বিষয়ে তাদের সচেতন করা হচ্ছে ।
তিনি আরোও বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ভবিষ্যতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।