Sharing is caring!

সিলেট ডেস্ক:
খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন শাখার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) বাদ এশা স্থানীয় নাজিরবাজারে খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সভাপতি ডাঃ মাওলানা আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ।
খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার সেক্রেটারি খালেদ আহমদের সঞ্চালনায় পরামর্শ সভা মুফতি আতিকুর রহমান, শামীম আহমদ, মাওলানা মকসুদ হাসান ও রিয়াদ মহানগরীর সাবেক দায়িত্বশীল সাদেক আহমদ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় খেলাফত মজলিস লালাবাজার ইউনিয়ন শাখার আসন্ন শুরা অধিবেশন সফলের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় ইউনিয়ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।