আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির গরু বিক্রি করতে ঢাকা যাওয়ার পথে ট্রাক দূর্ঘটনায় খামারির মৃত্যু

editor
প্রকাশিত জুন ১, ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ
কোরবানির গরু বিক্রি করতে ঢাকা যাওয়ার পথে ট্রাক দূর্ঘটনায় খামারির মৃত্যু

Sharing is caring!

Manual3 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
কোরবানির গরু বিক্রির জন্য ট্রাকে  করে ঢাকা যাওয়ার পথে মোহাম্মাদ  কোহিনুর শেখ (৫৭)  নামের এক গরুর খামারি নিহত হয়েছেন।
শনিবার (৩১ মে) দিবাগত  রাত প্রায় সোয়া  ১ টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীর দেওহাটা এলাকায় স্কুলের সামনে এই সড়ক দূর্ঘটনা ঘটে। রোববার বিকেল ৩ টায় নিহতের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত  মোহাম্মাদ  কোহিনুর শেখ রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের  নীচ পলাশী ফতেপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আজিমুদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় জেলে হলেও পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিবছর গরু পালন করে তা বিক্রি করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনটি গরু নিয়ে মোহাম্মাদ কোহিনুর শেখ শনিবার সন্ধা সাড়ে ৬ দিকে বাঘা উপজেলা গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা পদ্মা নদীর ঘাট এলাকা থেকে  আরোও কয়েকজনের খামারি মিলে ট্রাকে গরু নিয়ে করে ঢাকায় যাচ্ছিলেন। রাতে সড়ক দূর্ঘটনা কোহিনুর শেখ মারা গেছেন।
নিহত কোহিনুর শেখের সাথে ট্রাকে থাকা মোবারক হোসেন (৫৫) জানান,  ট্রাকের পিছনের আমিসহ দেলোয়ার হোসেন ও কোহিনুর শেখ বসা ছিলাম। রাত  সোয়া ১ টার দিকে ট্রাকটি  মির্জাপুর থানাধীর দেওহাটা এলাকায়  স্কুলের কাছে পার্কিং ছিল। সেখানে  পেছনে থেকে সবজি বোঝায় অপর একটি ঢাকাগামী  ট্রাক জোরে ধাক্কা দিলে কোহিনুর শেখ গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে  দোলোয়ার ও আমি  প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
নিহত ব্যক্তির আত্নীয় দুলাল হোসেন বলেন, কোহিনুর শেখ নিবন্ধিত জেলে পদ্মা নদীতে মাছ ধরে ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন।  কয়েক বছর ধরে তার পাশাপাশি বাড়িতে গরু পালন করে কোরবানির ঈদের আগে বিক্রি করে ভালো লাভ পেতেন। ভালো দামের জন্য ঢাকায় গরু নিয়ে যেতেন। এবার গরু নিয়ে ঢাকায় যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি। ট্রাক জব্দ রেখে গরু দিয়ে দিয়েছেন পুলিশ । পরে অন্য ট্রাক ভাড়া করে বিক্রির জন্য গরু ঢাকা পাঠানো হয়েছে। তার মরদেহ নিজ গ্রামে নিয়ে রোববার বিকেল ৩ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই)  শাহ আলম বলেন, সড়ক দূর্ঘটনা দুটি ট্রাক  উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। অভিযোগ না থাকায় মৃত কোহিনুর শেখের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।
Manual1 Ad Code
Manual3 Ad Code