আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বীপজেলার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে নিজাম হাসিনা মসজিদ

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০১:৫৪ অপরাহ্ণ
দ্বীপজেলার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে নিজাম হাসিনা মসজিদ

Sharing is caring!

Manual8 Ad Code
গাজী তাহের লিটন, ভোলা:
প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলার উপকন্ঠে অবস্থিত নিজাম-হাসিনা মসজিদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক স্থাপত্যশিল্পের নান্দনিক সৌন্দর্য রয়েছে পুরো মসজিদ জুড়ে। নিজাম-হাসিনা ফাউন্ডেশনের অর্থায়ণে নির্মিত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম এ মসজিদ।
ভোলা জেলা সদরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির উপর দ্বিতল এই মসজিদটি স্থাপন করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন কারুকাজ সম্বলিত অপূর্ব এই নিজাম হাসিনা মসজিদ নির্মাণে বিভিন্ন রঙয়ের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। নিজাম হাসিনা মসজিদে রয়েছে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুখানা এবং নামাজের আদায়ের স্থান। এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লির একত্রে নামায আদায়ের সুযোগ রয়েছে। ২০১০ সালের জুন মাসে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় এবং ২০১৬ সালে ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার নিজাম হাসিনা মসজিদটি নিয়মিত নামায আদায়ের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়।
নিজাম হাসিনা মসজিদে ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। আর মসজিদে স্থাপিত মিনারের উচ্চতা ১২০ ফুট। ক্যালিগ্রাফি, আকর্ষণীয় ফোয়ারা এবং সাজানো ফুলের বাগান মসজিদের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তোলেছে।
পর্যটন শিল্পের অপার সম্ভাবনায় সমৃদ্ধ দ্বীপজেলা ভোলার নিজাম হাসিনা মসজিদটি একটি বিশেষ সংযোজন বলে মনে করছেন এখানে আসা দর্শনার্থী ও মুসল্লিরা।
Manual1 Ad Code
Manual8 Ad Code