আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের ইসলামী কুইজ প্রতিযোগিতা নিয়ে প্রস্তূতিমুলক সভা

editor
প্রকাশিত জুন ২২, ২০২৫, ০১:৫৬ অপরাহ্ণ
নীলফামারীতে জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের ইসলামী কুইজ প্রতিযোগিতা নিয়ে প্রস্তূতিমুলক সভা

Sharing is caring!

Manual8 Ad Code

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের উদ্দ্যোগে ইসলামী কুইজ প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর নীলফামারী জেলা শাখার সার্বিক আয়োজনে রোববার (২২ জুন) দুপুরে জলঢাকা ডালিয়া রোডস্থ ওসমান বিন আফফান আল হারামাঈন মসজিদ সংলগ্ন জেলা শাখা কার্যালয়ে এ প্রস্তূতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী জেলা শুব্বান সভাপতি আসাদ বিন ফিরোজ রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা শুব্বান সহ-সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ,যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সবুর বিন শাহজাহান, প্রচার সম্পাদক মামনুর রশীদ, সহকারী প্রচার সম্পাদক ইয়াসিন আলী, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জলঢাকা উপজেলা সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সহ অনেকে।
সংগঠনটির নীলফামারী জেলা শাখার সভাপতি আসাদ বিন ফিরোজ রুবেল তার বক্তব্যে বলেন, আমাদের এ সংগঠনের পক্ষ থেকে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের ইসলামী শরিয়ত মোতাবেক পথ প্রদর্শক হিসাবে বৈবাহিক জীবন পরিচালনার জন্য জমঈয়ত শুব্বানে আহলে হাসিদ বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। যেমন, বিনা মুল্যে বৃক্ষ রোপন,শরিয়া মোতাবেক দিনের দাওয়াত প্রদান, ইসলামী কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মেধা প্রতিভা বিকশিত করা, ইসলামী শরিয়া মোতাবেক পথ চলা এবং শিক্ষা মুলক পাঠ্যপুস্তক বিতরনসহ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্বাগত পুরুস্কার বিতরন কর্মসূচী।
তিনি জানান, আগামী ১৫ জুলাই /২৫ মাদ্রাসা, স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শেষে বিজয়ীদের মাঝে উক্ত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পুরস্কার ও সনদ প্রদান করা হবে।
Manual1 Ad Code
Manual7 Ad Code