আজ বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেন্ট্রাল চ্যারিটি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

editor
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৪, ০১:৫৬ অপরাহ্ণ
সেন্ট্রাল চ্যারিটি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন,কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সেন্ট্রাল চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে ৫ ম শ্রেণি অধ্যয়নত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 চ্যারিটি  ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ ইকবাল হায়দার সবুজ জানান,কাপাসিয়া ও শ্রীপুর উপজেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি অধ্যায়নরত প্রায় ৫০০ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সেন্ট্রাল চ্যারিটি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে প্রতিবছরই শিক্ষাবৃত্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় আমরা এবছর চতুর্থ বারের মতো বৃত্তি পরীক্ষা গ্রহণ করছি ।
 তিনি আরো জানান ২ নভেম্বর বৃত্তিপ্রাপ্তদের ফলাফল প্রকাশিত হবে।
প্রতিবছরই বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।