আজ বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, কর্ণার চেয়ার ও ফৌল্ডিংওয়াকার বিতরণ

editor
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ০২:৪২ অপরাহ্ণ
মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে হুইল চেয়ার, টয়লেট চেয়ার, কর্ণার চেয়ার ও ফৌল্ডিংওয়াকার বিতরণ

Sharing is caring!


Manual6 Ad Code
সালেহ আহমদ (স’লিপক):
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, সমাজসেবা বিভাগের সককারী পরিচালক বারীন্দ্র চন্দ্র রায়, ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিবাবক আব্দুর রউফ, এনডিডি ও অটিজম সেবা দান কেন্দ্রের ডাঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।
প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।
আলোচনা শেষে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে ৬৫টি হুইল চেয়ার, ৩টি টয়লেট চেয়ার, ৩টি কর্ণার চেয়ার ও ৩টি ফৌল্ডিংওয়াকার বিতরণ করেন অতিথিরা।
Manual1 Ad Code
Manual7 Ad Code