ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে লোহাগাড়াকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
পরিষদের নবগঠিত কমিটির চীফ এডমিন জহির উদ্দিন পিয়ালের সভাপতিত্বে এবং এডমিন মো. রাসেল ও রিদুয়ানুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, পরিষদের উপদেষ্টা মাহাবুবুর রহমান, মো. ওসমান, কামরুল ইসলাম আজাদ, জিল্লুর রহমান, জাহেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, পারভেজ মু. শহিদ প্রমুখ।
অনুষ্ঠানে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ১৫ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। নবগঠিত পরিষদের এডমিনদের মধ্যে বক্তব্য রাখেন মহররম মিয়া, আনোয়ারুল হক, ইয়াকুব মাহী, ইমরান আসিফ, মো. আইমান, এসএম চিশতী ও আরমিন আক্তার।
বক্তারা বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা। এ সময় বিদ্যালয়ের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানিয়েছে নবগঠিত প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দরা।