আজ সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র আর্থিক অনুদান ও ভ্যানগাড়ি প্রদান

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র আর্থিক অনুদান ও ভ্যানগাড়ি প্রদান

Sharing is caring!

মোহাম্মদ নুরুল আলমঃ
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর সাপ্তাহিক সভা ও ‘দ্যা ফোর ওয়ে টেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরবর্তী ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান এবং একজন হতদরিদ্রকে স্বাবলম্বী করতে একটি ভ্যানগাড়ি উপহার প্রদান করা হয়।
রবিবার (১৭ আগস্ট) নিয়মিত ভেন্যু মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্বানা-ইন এ এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্লাব সেক্রেটারি আসাদুজ্জামান রনির সঞ্চালনায় ও ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রোটারি ডি-৬৫ এর কো-অর্ডিনেটর (এডমিন) কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (ফিন্যান্স) পিপি মোহাম্মদ কবির উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আইপিপি আব্দুল বাসিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিপি আজিজুর রহমান, পিপি রেহান উদ্দিন রায়হান, পিপি সোহাদ রব চৌধুরী, পিপি ইকবাল হোসেন, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি আসাদুজ্জামান রনি, প্রেসিডেন্ট ইলেক্ট তফজ্জুল হোসেন, সার্জেন্ট আব্দুর রকিব চৌধুরী মিসবাহ, ডিরেক্টর জাকির হোসেন প্রমুখ।