আজ সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জামায়াত সেক্রেটারি  মরহুম অধ্যাপক আবুল কালাম’র স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ণ
লোহাগাড়ায় জামায়াত সেক্রেটারি  মরহুম অধ্যাপক আবুল কালাম’র স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
বাংলাদেশ জামায়াত  ইসলামি লোহাগাড়া উপজেলার জামায়াত সেক্রেটারি মরহুম অধ্যাপক আবুল কালাম এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার (১৭ই আগষ্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নস্হ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম ১৫ ও সাবেক সংসদীয় হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মোস্তাফিজুর রহমান কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যাপক আবু তাহেরের সঞ্চানলায় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
আয়োজিত অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চট্টগ্রাম অঞ্চলের তিন সদস্য মুহাম্মদ জাফর ছাদেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরি ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নায়েবে আমীর ডা.হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান প্রমূখ।