Sharing is caring!
উৎফল বড়ুয়া:
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ঐতিহ্যে লালিত সংগঠন মানব কল্যাণে ধম্মকথা’র পাঁচ দিনের কর্মসূচীর প্রথম দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সমন্বয়কারী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রুবেল বড়ুয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে একাত্মতা প্রকাশ এবং রুবেল বড়ুয়াকে ধম্মকথা’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সংগঠনের টিশার্ট উন্মোচন করেন।
এছাড়া প্রবারণার দিন ধম্মকথা আয়োজিত শান্তি র্যালিসহ ফানুস উত্তোলনে উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণ কামনা করেন। মানব কল্যাণে ধম্মকথা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ন অন্তু বড়ুয়া, যুগ্ম আহবায়ক একান্ত বড়ুয়া বাপ্পী, সদস্য সচিব শিপন বড়ুয়া, অর্পন বড়ুয়া, নিলয় বড়ুয়া প্রমুখ।