Sharing is caring!
সিলেট ডেস্ক:
সিলেটের একদল স্বপ্নবাজ মানবিক ব্যক্তিত্বের সম্মিলিত স্লোগান “হাতে কলমে দেখাবো স্বপ্ন, তোমরাই হবে দেশ রত্ন” অন্তরে ধারণ করে প্রতিষ্ঠার দুই বছর ঐতিহ্যের ধারায় বহমান বিদ্যাপীঠ স্বপ্নের বিদ্যানিকেতন।
মানবিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৩ অক্টোবর) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের বিদ্যানিকেতন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদের সার্বিক তত্বাবধানে জাঁকজমকপূর্ণ আয়োজনে সভাপতিত্ব করেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সভাপতি সোহাগ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম নাজ, প্রধান বক্তা হিসাবে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সারগর্ভ বক্তব্য রাখেন ইউকে কমিউনিটি এ্যাক্টিভিটিস ও গোল্ডেন ড্রীম ইউকে এর চেয়ারপার্সন মোছাম্মৎ কামরুন্নেছা খানম শোভা মতিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, রক্তদাতা ও সমাজকর্মী নাছিম আহমদ হিমু, বিশিষ্ট সমাজকর্মী শাহনেওয়াজ খাঁন শাকিল,সাংবাদিক এ এইচ ফারুক আহমেদ, সমাজকর্মী শেলু বড়ুয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের সহ-সভাপতি সামরান আহমেদ, সহ-সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল,সহ-সাধারণ সম্পাদক বাবলু আহমেদ, সহ-সভাপতি লোকমান আহমেদ,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব আহমদ,সদস্য আকরাম খান বাপ্পি,সদস্য হাফিজ আনহার আহমদ, সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহ-সভাপতি তানিয়া সুলতানা, সহ সাধারণ সম্পাদক সোমাইয়া আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মনিষা আক্তার নাদিয়া,সহ সাংগঠনিক সম্পাদক মিনারা বেগম, প্রচার সম্পাদক ফাতেহা বেগম,সদস্য বৈশাখী আক্তার বৃষ্টি প্রমুখ।
বক্তাগণ বলেন,স্বপ্নের বিদ্যানিকেতন সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষার উপর জোর দিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর হিসাবে প্রতিষ্ঠায় কাজ করে চলেছে। দেশ-বিদেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।।
শেষে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যানিকেতনের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, খাবার সহ কেক কেটে আনন্দ বিতরণ করা হয়।