Sharing is caring!
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিকের বিজয় নিশ্চিত করনের লক্ষে নীলফামারীর জলঢাকায় দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা করেছে নীলফামারী-৩ জলঢাকা আসনের জাপার এমপি প্রার্থী রোহান চৌধুরী।
শনিবার (৪ঠা অক্টোবর) দুপুরে গোলমুন্ডা ইউনিয়নে তাঁর নিজ গ্রামের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দবিরুল হুদার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক সাইদার রহমান বুলু,বাবলুর রহমান, দুলাল হোসেন আর্মী,মিজানুর রহমান, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু,জাতীয় যুবসংহতি পৌর সভাপতি হাসু,জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
উক্ত সভায় জাপা নেতা এমপি প্রার্থী রোহান চৌধুরী তার বক্তব্যে বলেন,সকল ভেদাভেদ ভুলে জাতীয় পার্টিকে সুসংগঠিত করে পার্টির চেয়ারম্যান জিএম কাদের’র হাত কে শক্তিশালী করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গলের বিজয় নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে জাপার নবগঠিত আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন, সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু।